দেওয়ানগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাব পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাষা সৈনিক বদিউজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সাবু, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিছুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান মাফুজ, যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।