বকশীগঞ্জে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে গণস্বাক্ষরতা অভিযান

গণস্বাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে এবং বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে মানববন্ধন ও গণস্বাক্ষরতা অভিযান শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ ডিসেম্বর সকালে এই গণস্বাক্ষরতা অভিযান শুরু করা হয়। গণস্বাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

এর আগে সকালে উপজেলা পরিষদের সামনে বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ নেন।