জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে কিশোরী সভা

জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন স্বাস্থসেবা সম্পর্কে সচতেনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের চলমান পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ১১ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়ে কিশোর কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর বেগম।

উন্নয়ন সংঘের এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সেকমো আরিফা সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাসুদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক আরজু আহম্মেদ।

সভায় ৯৭ জন কিশোরী, ৫০ জন কিশোর এবং শিক্ষকবৃন্দ ও উন্নয়ন সংঘের ইউনিয়ন পর্যায়ের কর্মীগণ অংশ নেন।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কৈশোরকালীন প্রকৃতি প্রদত্ত শারীরিক সমস্যা মোকাবেলায় সচেতন হওয়া, বিদ্যালয়ে কিশোরী কেন্দ্র স্থাপন করা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পাঠদান করানোসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশ্লেষণমুখী আলোচনা করা হয়।

কিশোর, কিশোরীরা এ ধরনের আলোচনা মাঝে মধ্যে করার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের আলোচনা আমাদেরকে সচেতন হতে সহায়তা করবে। এ ব্যাপারে অভিভাবকদের নিয়ে এ ধরনের আলোচনা করার অনুরোধ করেন তারা।