ইসলামপুরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেক, পরিবার পরিকল্পনা ময়ময়নসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিএইচ-সার্ভিসেস এর পরিচালক চিকিৎসক মোহাম্মদ শরীফ, জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, এমসিএইচ-সার্ভিসেস উপ-পরিচালক চিকিৎসক তৃপ্তি বালা, চিকিৎসক সাজদা-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, জামালপুর মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলালসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বক্তব্য রাখেন।

কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সদস্য, স্বাস্থ্যকর্মীসহ সুধীজনরা অংশ নেয়।

জামালপুরেরসহ গুরুত্বপূর্ণ সব খবর ও লেখা পেতে আমাদের ফেসবুক পাতায় লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।