বকশীগঞ্জে বলাৎকারের অভিযোগে এক প্রধান শিক্ষক গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে দীর্ঘ দিন ধরে বলাৎকার করার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ববকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মো. আজিজুল হক (৫০)। তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের এক দিনমজুর পরিবারের ছেলে (১১) সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনা ওই ছাত্র তার এক বন্ধুকে জানালে ঘটনাটি ফাঁস হয়।

বলাৎকারের ঘটনা ১২ নভেম্বর দুপুরে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানালে জেলা প্রশাসক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বকশীগঞ্জ থানা পুলিশে নির্দেশ দেন। পরে সন্ধ্যায় বকশীগঞ্জ থানা পুলিশ নিজবাড়ি থেকে প্রধান শিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রাতেই ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশুনির্যাতন দমনআইনে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ আহমেদ।

বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাহেরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর ১৩ নভেম্বর সকালে প্রধান শিক্ষক আজিজুল হককে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।