দেওয়ানগঞ্জের কৃষকরা পেল সার, বীজ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে পাচ্ছে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, গম, তিল বীজ ও সার। ১৩ নভেম্বর সকালে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক, আব্দুল মালেক প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান বাংলারচিঠিডটকমকে জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার দুই হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, গম ও তিল বীজ এবং সার বিতরণ করা হবে।