জামালপুর বাস টার্মিনাল এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১২ মাদকাসক্তের সাজা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১২ জন মাদকসক্ত। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকায় ৩০ অক্টোবর রাতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জন মাদকাসক্তকে আটক করেছে র‌্যাব-১৪। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এবং নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খানের উপস্থিতিতে ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মদ ও গাঁজা সেবনের দায়ে ১২ জন মাদকাসক্তকে আটক করা হয়। তারা হলেন – শেরপুর সদর উপজেলার কুলুরচর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আব্দুল করিম (৪০), জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের মো. সুরুজ মিয়ায় ছেলে মো. আনোয়ার (৪০), শরীফপুর গ্রামের মো. হুমায়ূনের ছেলে মো. ইসমাঈল (২৪), বানিয়াবাজার গ্রামের মো. মোস্তাফার ছেলে মো. হুমায়ূন কবির (২১), বানিয়াবাজার গ্রামের মো. মোজাম্মেলের ছেলে মো. অমিত হাসান (২২), শরীফপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. লিখন মিয়া (২৫), বানিয়াবাজার গ্রামের মো. সিরাজের ছেলে মো. রুবেল (২০), ষ্টেশনপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. ইসতিয়াক (৩৩), মৃধাপাড়া এলাকার মৃত বোনেদ দাসের ছেলে সুজয় দাস (৩৩), মুকুন্দবাড়ী এলাকার মো. মাহাবুবুর রহমানের ছেলে মো. রিফাত (৩০), ষ্টেশনপাড়া এলাকার মো. এমদাদ হকের ছেলে মো. ফয়সাল (২৫) ও মৃত হারুনার রশীদের ছেলে আপেল মাহামুদ (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খান ঘটনাস্থলে জনসম্মুখে আটক ওই ১২ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তাদেরকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।