বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে জামালপুর সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন

বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি (বুয়েট) বিশ্বিবিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পাশবিক কায়দায় হত্যার প্রতিবাদে ৯ অক্টোবর দুপুরে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা। শহরের বকুলতলা মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা বিনাউষ্কানীতে আবরারকে হত্যার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনকে অশান্ত করতে চেয়েছে। দেশের চলমান শুদ্ধি অভিযানকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা করেছে। মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হেনেছে। স্বাধীন দেশে এ ধরনের অপছাত্র রাজনীতি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়। দ্রুতবিচার আইনে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বক্তারা প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নামে চলমান নৈরাজ্য ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বিশিষ্ট শিক্ষাবিদ আমির উদ্দিন, সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সাংবাদিক দুলাল হোসাইন, তানভীর হীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ মানিক, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সুজন, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী রাকিব, জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র তৌহিদুল ইসলাম যুবরাজ, নারীনেত্রী তাছলিমা চৌধুরী প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষাঙ্গনসহ দেশে চলমান সামাজিক অস্থিরতা, অসঙ্গতি,দুর্নীতি দূরীকরণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি পেশার সাথে মতবিনিময় সভা করার ঘোষণা দেওয়া হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ধারাবাহিকভাবে এই কাজগুলো করবে বলে নেতৃবৃন্দ অঙ্গীকার করেন।