খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে কৃষকদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে কৃষকদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল। ১ অক্টোবর সকালে শহরের স্টেনশ বাজার মোড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আছমত উল্লাহ, জেলা কৃষকদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম নন্দ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ বাদশা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার একতরফাভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিএনপি নেত্রীকে জেল খানায় আটকে রেখেছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।