নকলায় পাঠাকাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের উপ-নির্বাচন ১৪ অক্টোবর

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মোছা. রবিজা বেগম ও মোছা. সম্পা বেগম নামের দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম।

তিনি আরো জানান, এই উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। এই সংরক্ষিত আসনের জন্য সাধারণ তিন ওয়ার্ডের ৫ হাজার ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রসঙ্গত, এই সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য মোছা. শেফালী বেগম মৃত্যুবরণ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।