জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের কমিটি গঠিত

যুবমহিলা লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ যুবমহিলা লীগ জামালপুর সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর জেলা যুবমহিলা লীগ এ কর্মীসভার আয়োজন করে।

জেলা যুবমহিলা লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে কর্মীসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, জি এস এম মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান, জেলা যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক ফারহানা আক্তার সোমা প্রমুখ। কর্মীসভা সঞ্চালনা করেন জেলা যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক নাজনীন আক্তার রুমি।

কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, জেলা যুবলীগের সদস্য আমিনুর ইসলাম মিঠু ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদসহ অন্যান্য যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। নারীদের উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি অব্যাহত রয়েছে। বক্তারা আরও বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। যুবমহিলা লীগের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীকরণে যুবমহিলা লীগের ভূমিকা রাখার আহবান জানান তারা।

কর্মীসভা শেষে জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সাতটি পদে কমিটি ঘোষণা করা হয়। এতে মোহসিনা আক্তার চাঁদনীকে সভাপতি, সহ-সভাপতি পদে পপি আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত পারভীন, যুগ্মসাধারণ সম্পাদক তাসনিয়া খুশি ও জোনাকী, সাংগঠনিক সম্পাদক পদে নাজমা পারভীন ও কামরুন্নাহার কাজলের নাম ঘোষণা করা হয়। আগামী তিন বছর এ কমিটির মেয়াদ থাকবে।