জামালপুরে এক এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকারী দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় ২০ আগস্ট দুপুরে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের সনদ না থাকায় একজন এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এতে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের দলটি জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সনদ না থাকার অপরাধে এলপি গ্যাসের দোকান জামিল এন্টারপ্রাইজের মালিক মো. নবীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় তাকে অভিযুক্ত করা হয়। মো. নবীর হোসেন (৩০) মির্জা আজম চত্বর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।