জামালপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল। ১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে শহরের মিয়াপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিসুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, সফিউর রহমান সফি, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, রুহুল আমিন মিলন, গোলাম রব্বানী, শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।