বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মশার উপদ্রপ থেকে রক্ষা পেতে ও ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৭ আগস্ট সকালে থানা কম্পাউন্ডে অভিযানের উদ্বোধন করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম।

এ সময় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আল আমিন, শরীফ আহমেদ, কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন ফরাজী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমসহ পুলিশের সকল কর্মকর্তা, কর্মচারী পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।

বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, এডিস মশার হাত থেকে নিরাপদ থাকতে পুলিশ পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। থানা কম্পাউন্ড ছাড়াও শহরের কোথাও ঝোপ জঙ্গল থাকলে তা অপসারণ করা হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে তাদের বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন।