সরিষাবাড়ী হাসপাতাল পরির্দশনে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সরিষাবাড়ী হাসপাতাল পরির্দশন করে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩ আগস্ট বিকেলে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের খোঁজ খবর ও পরির্দশন করেন।

এ সময় জেলা সিভিল সার্জন গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ বি এম শফিকুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মমতাজ উদ্দিন আহম্মেদ, চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, আরামনগর কামিল মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, সাবেক পৌর ছাত্রলীগের আহবায়ক নুরে আলম বাবু, যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডেঙ্গু বিষয়ক সচেতনতা কর্ণার’ খোলা হয়েছে।