ইসলামপুরে যমুনার দুর্গম চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র বিলীন হওয়ার পথে

ইসলামপুরের চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র এলাকায় যমুনার ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার নদী ভাঙ্গন কেড়ে নিল বেলগাছা ইউনিয়নের পাঁচশতাধিক পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা। এবার অসহায় হত দরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্রটিও যমুনাগর্ভে বিলীন হওয়ার পথে। ওই আশ্রয়ন কেন্দ্রের দুইশতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

জানা গেছে, ২০১৭ সালে ভুমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছিল আশ্রয়ন কেন্দ্র আদর্শ গ্রামটি। এতে প্রায় দুই শতাধিক ভুমিহীন পরিবার সরকারী ভাবে মাথাগুজার ঠাই হয়েছিল। এবারে অতি বন্যা ও তীব্র স্রোতে আদর্শ গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পরে দুই শতাধিক পরিবারের আশ্রয়স্থল নদীর গর্ভে বিলীন হওয়ায় মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে এবারের ভয়াবহ বন্যায় নদী ভাঙ্গনের শিকার হয়ে সিন্দুরতলী ও শিলদহ গ্রামের দুইশতাধিক পরিবারের বসতভিটাসহ যাবতীয় মালামাল যমুনার তীব্র স্রোতে ভেসে গেছে। গত সপ্তাহে রাতের আঁধারে হঠাৎ বন্যার তীব্র স্রোতে ভয়াবহ তান্ডব হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন ওই চরের দুইশতাধিক বাসিন্দা।

বর্তমানে ওই পরিবার গুলো প্রজাপতি নির্মাণাধীন একটি গুচ্ছ গ্রামের উঁচু ভিটিতে খোলা আকাশের নিচে আশ্রয় নিলেও স্মরণ কালের ভয়াবহ বন্যায় শীলদহের মতোই মন্নিয়া, বরুল গ্রামের দেড় শতাধিক বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে অসহায় পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।