বকশীগঞ্জে যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রের সুযোগ তৈরিতে বিভিন্ন ক্ষেত্রের নিয়োগ কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ৮ মে দুপুর ১২টায় রি-কল ২০২১ প্রকল্পের বকশীগঞ্জ কার্যালয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

সমন্বয় সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার। এতে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনজুরুল হক, হস্তশিল্প কারিগর প্রতিনিধি দেলেরা বেগমসহ বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি করা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সমন্বয় সভায় বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিক কাজে যুক্ত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যুবদের যুগোপযোগী করে গড়ে তোলাসহ আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুবক-যুবতীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারিভাবে যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও বলা হয়।