বকশীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব তহবিল থেকে বরাদ্দের অর্থে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে ৬ মে দুপুরে মেরুরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ল্যাট্রিন বিতরণের সময় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গনি, উপজেলা পরিষদের সদস্য ফেরদৌসী বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যানের দাপ্তরিক সহকারী (সিএ) আবুল কালাম আজাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলায় শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।