জামালপুরে কলতান কচি-কাঁচার মেলার কর্মশালা সমাপ্ত

কথা নিয়ে কথা কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর কলতান কচি-কাঁচার মেলার তিনদিনব্যাপী কথা নিয়ে কথা কর্মশালা ৩ মে সন্ধ্যায় শেষ হয়েছে। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

জামালপুর কলতান কচি-কাঁচার মেলার সভাপতি এ কে এম শফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

কথা নিয়ে কথা কর্মশালায় অতিথিদের দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি কবি রুবী রহমান, সহ-সভাপতি খোন্দকার আসাদুজ্জামান ও সদস্য বদরুল আলম, দৈনিক আলোচিত জামালপুর এর সম্পাদক ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক আনিছুর রহমান মানিক, জামালপুর কলতান কচি-কাঁচার মেলার কর্মকর্তা জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

কথা নিয়ে কথা কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন স্বচ্ছসলিলা কাহালি, বর্ণ, সোমাইয়া ও রাহাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কলতান কচি-কাঁচার মেলার কর্মকর্তা সাহেদ আলী। আলোচনা সভা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক ও শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।