বামুনপাড়ায় ছাত্রী উত্যক্তকারী এক বখাটের জেল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইমরান হোসেন (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

অভিযোগে জানা গেছে, জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া গ্রামের অতুল মিয়ার বখাটে ছেলে ইমরান হোসেন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে স্থানীয় তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই ছাত্রী কয়েকদিন বিদ্যালয়ে না আসায় শিক্ষকরা তার খোঁজ নিয়ে জানতে পারেন বখাটে ইমরান তাকে উত্যক্ত করায় সে ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।

৭ এপ্রিল শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে বখাটে ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সদরের ইউএনওকে বিষয়টি অবহিত করেন। ইউএনও ফরিদা ইয়াসমিন বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারী ওই ছাত্রী এবং বখাটে ইমরানের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে ইমরান হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল হকসহ একদল পুলিশ দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেনকে জেলহাজতে পাঠান।

জামালপুর সদরের ইউএনও ফরিদা ইয়াসমিন এ প্রসঙ্গে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে উত্যক্তকারী ইমরান হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’