বকশীগঞ্জে স্কাউট গতিশীল করতে উপজেলা চেয়ারম্যানের আর্থিক অনুদান

অধ্যক্ষ এ কে এম শফিকুর রহমানের হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর কে আর আই কামিল মাদরাসার স্কাউট কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ৩১ মার্চ দুপুরে মাদরাসাটির শিক্ষার্থীদের জন্য নগদ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। মাদরাসাটির অধ্যক্ষ এ কে এম শফিকুর রহমানের হাতে ওই টাকা হস্তান্তর করা হয়।

অনুদানের টাকা হস্তান্তর করার সময় শামসুল আলম, প্রভাষক আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর, শহিদুল্লাহ মিয়া, আলভী তালুকদারসহ মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বাট্টাজোর কে আর আই মাদরাসার স্কাউট সদস্যরাসহ জামালপুর জেলার ৪টি প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কক্সবাজারের সিবিচ স্কাউট ক্যাম্পে অংশ নিবে।