
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
গণফোরামের বিজয়ী দুই সংসদ সদস্য শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ৫ জানুয়ারি রাজধানী ঢাকার তোপখানার শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।
ড. কামাল বলেন, তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক ও সুলতান মনসুরসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারাও।
প্রসঙ্গত, মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সিলেট-২ আসনে গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে।
সূত্র : ডেইলি বাংলাদেশ