সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন জাপার একাংশ

জাতীয় পার্টির বর্ধিত সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে লাঙ্গল প্রতীকের মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার সমর্থন জানালেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালামসহ একাংশের নেতৃবৃন্দ। ১৮ ডিসেম্বর বিকেলে শিমলা বাজার দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বর্ধিত সভায় একাংশের নেতাকর্মীরা এই সমর্থন জানান। তবে এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে সরব রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন বঞ্চিত হন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম। তবে কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন পায় মোখলেছুর রহমান বস্তু। উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা বিষয়টি মেনে নিতে পারছে না। ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাতীয় পার্টির করণীয় নির্ধারণে ১৮ ডিসেম্বর বিকেলে পার্টির কার্যালয়ে ডাকা হয় এক বিশেষ বর্ধিত সভা। ওই সভায় এ আসনের মহাজোটের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেন্দ্রিয় জাতীয় পার্টি কিভাবে মোখলেছুর রহমান বস্তুকে প্রার্থী করেছে তা আমরা জানি না। তবে এ আসনে যেহেতু মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে তাই উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ নৌকা প্রতীকের পক্ষে কাজ করবো।

এ সময় মহাজোটের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, মহাজোট থেকে এ আসনে আমাকে নৌকা প্রতীক দিয়েছে। উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দকে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মহাজোটকে আবার সরকার গঠনে সহযোগিতার আহবান জানান তিনি।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর জাতীয় পার্টির সভাপতি আছাদুল্লাহ, সদস্য সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।