দেওয়ানগঞ্জে ভুট্টা বীজ বিতরণ

চাষীদের ভুট্টা বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টাবীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে উপজেলার ১ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের উদ্যোগে শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান, সাবেক মেয়র ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য নুরন্নবী অপু, মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বাচ্চু মাস্টার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা।

পরে সংসদ সদস্য আবুল কালাম আজাদ চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন।