পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাল পণ্যে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তাকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী ২৫ অক্টোবর এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চাল পণ্যে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ব্যবসায়ী ময়নাল হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জামালপুর পৌর শহরের শেখের ভিটা এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। ২০১০ সালের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারায় তাকে এ জরিমানা করা হয়।

জামালপুরের পাট পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।