মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মুক্তিযোদ্ধা সন্তানদের মৌন অবস্থান কর্মসূচি। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির প্রতিবাদে জামালপুরে মুক্তিযোদ্ধার সন্তানরা মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে। ২৪ অক্টোবর সকালে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটা পুনর্বহালের দাবিতে এই অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক উপ অধিনায়ক সুজায়েত আলী, জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম ইদু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাহাদ সরকার, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক মাসুদ আলম সোহাগ ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সুমনসহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।