সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড। ২১ অক্টোবর বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, সাবেক উপ-অধিনায়ক নুরুল ইসলাম, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আইনজীবী জহুরুল ইসলাম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

বক্তারা সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান। উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ মানববন্ধনে অংশ নেন।