জামালপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জিলা স্কুল মাঠে ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা পর্যায়ের চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা।
এ উপলক্ষে ৪ অক্টোবর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের তমালতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে মেলা মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা। এবারের মেলার স্লোগান ছিল ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেলা মঞ্চে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা। মেলার উদ্বোধন করেন মহাসড়ক বিভাগ ও সড়ক পরিবহনের সচিব মো. নজরুল ইসলাম। এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জাফর উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবির উদ্দিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক সুজায়েত আলী প্রমুখ।
এরআগে সকালে বিটিভির সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধনী ঘোষণা করেন। তিনদিনব্যাপী এ মেলায় ১৩০টি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। ৬ অক্টোবর বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান।
সর্বশেষ
- নিউ ইয়র্কে কোভিড-১৯ টিকা নেওয়ার অভিজ্ঞতা (দ্বিতীয় খণ্ড)
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীককে সম্মাননা
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান
- করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
- পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ
- উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
- নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট
- লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা-পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের
- এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে