
আলী আকবর, জামালপুর॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত ফাইনাল খেলাটি ২১ সেপ্টেম্বর বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ ৩-০ গোলে মাদারগঞ্জ পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান মিজান, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 

















