 বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতী নিহত হয়েছেন। ১৩ জুলাই সকালে উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ঘাটাইল উপজলোর রসুলপুর গ্রামের কালু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০) ও তার নাতী সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)। তারা সর্ম্পকে দাদী ও নাতী।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক নুর এ আলম জানান, নিহতরা কালিহাতী উপজলোর রাজাবাড়ি এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দাদী ও নাতী লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এক পর্যায় তারা ট্রেনে লাইনে বসে গল্প করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌছলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ পরিবারের লোকজন নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
সূত্র : এবিনিউউ২৪ ডটকম।
 
																			 
																		 
										 বাংলার চিঠি ডেস্ক :
																বাংলার চিঠি ডেস্ক :								 









