জামালপুরে গণপ্রকৌশল দিবস উদযাপিত

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : শফিকুল ইসলাম শফিক

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ নভেম্বর সকালে আলোচনা সভা অনুষ্ঠিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গণপ্রকৌশল দিবস উপলক্ষে ১৮ নভেম্বর সকালে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি জামালপুর জেলা শাখা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখা আইডিইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোফাখারুল ইসলাম। আইডিইবি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, আইডিইবি সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা আইডিইবির সহ-সভাপতি অধ্যাপক রফিকুল হাসান।

আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি বোসপাড়া এলাকায় জেলা আইডিইবি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তা, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।