মেলান্দহে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

মেলান্দহে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহ উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিউর রহমান। ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবটি দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তারা যাতে উৎসবটি ভালোভাবে পালন করতে পারে এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশোতুষ শাহা, সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, উপজেলা নাট মন্দির কমপ্লেক্স এর সভাপতি প্রভাষক হারান চন্দ্র দাস প্রমুখ।