দেওয়ানগঞ্জে প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারে প্রাথীরা

দেওয়ানগঞ্জে প্রতীক পাওয়ার পর মোটরসাইকেল মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২ মে নির্বাচন রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রার্থীরা পাড়া, মহল্লা, গ্রামগঞ্জে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

জানা যায়, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন (মোটরসাইকেল), সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান (আনারস), মহিলা আওয়ামী লীগের নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার (কাপ-পিরিচ), চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম (দোয়াত-কলম) প্রতীক পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উসমান গণি (টাইপ রাইটার), আরিফ খাঁন (বই), তৌকির হাসান (আইসক্রীম), শরীফ মোহাম্মদ শাহারিয়া (টিউবয়েল), দুলাল হোসেন (টিয়া পাখি), মুছলিম উদ্দিন মন্টু (গ্যাস সিলিন্ডার), ফারুক হোসেন (চশমা), শফিকুল ইসলাম (মাইক), আছলাম হোসেন (তালা), নূর ছালাম (পালকি), আব্দুল মমিন লাল মিয়া (উড়োজাহাজ) ও মনছের আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আকতার (বৈদ্যুতিক পাখা), মরিয়ম বেগম (প্রজাপতি), মিরা আক্তার (ফুটবল), রশিদা বেগম (হাঁস), মুন্নি আক্তার (সেলাই মেশিন) ও মোছা. মাজেদা (কলস) প্রতীক পেয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এ প্রতিবেদককে জানান, ২ মে দুপুরে আনুষ্ঠানিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জনসহ ২৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রতীক না থাকায় সকল প্রার্থীই স্বতন্ত্রভাবে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিয়েছেন।