জামালপুরে মানবাধিকারকর্মীদের নিয়ে জেলা নেটওয়ার্কিং সভা

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

নেটওয়ার্কিং শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা (ডিএইচআরএনএস) প্রকল্পের আওতায় জামালপুরে কর্মরত মানবাধিকারকর্মীদের নিয়ে ৩১ অক্টোবর দিনব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। মুখ্য আলোচক ছিলেন মানবাধিকার সাংষ্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতান।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা কক্ষে আয়োজিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসর আলী, বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষক মো. আমির উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীন, শিক্ষক ফরিদা ইয়াসমিন মিনা, সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মো. আব্দুর রউফ, সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, নারীকর্মী নূরমহল সিদ্দিকা, মানবাধিকারকর্মী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের ডিএইচআরএনএস প্রকল্পের ফ্যাক্ট ফাইন্ডিংস কর্মকর্তা সাব্বির হোসেন রিয়াদ।

সভা সূত্র জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী সুলতানা কামালের নেতৃত্বে গড়ে উঠা মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানবাধিকার লঙ্ঘনপ্রবন সাতটি জেলায় মানুষের মানবাধিকার সুরক্ষায় কাজ শুরু করেছে। জামালপুরে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবে উন্নয়ন সংঘ।

সভায় জামালপুরে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আলোচকগণ।

জামালপুরের মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার করেন। এ বিষয়ক একটি আহ্বায়ক কমিটি গঠন করে উপজেলা ভিত্তিক দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।

সভায় জামালপুরের জেলার সাতটি উপজেলা থেকে ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। প্রত্যেকেই মানবাধিকারকর্মী হিসেবে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।