দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোব জামালপুরের বেলটিয়া এলাকার লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এ সভা আয়োজন করা হয়।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনুর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাহবুবুল হক গণি, বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস, আনিছুর রহমান মানিক ও এনামুল হক খান মিলন, সাংবাদিক শুভ্র মেহেদী প্রমুখ।

বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু। ছবি : বাংলারচিঠিডটকম

সাধারণ সভায় বাজেট উপস্থাপন করেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কণিষ্ঠ সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যমআয়ের দেশে পরিণত করার। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণত করতে হলে আপনাদের ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি ব্যবসা পরিচালনায় এগিয়ে যান তাহলেই এদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি সকল ব্যবসায়ীদেরকে আরও ভালভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইকরামুল হক নবীন।