৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা ৯ মে বলেছে, গাজা নগরীর দক্ষিণে ইসরাইল সামরিক অভিযান জোরদার করার পর থেকে গত তিন দিনে প্রায় ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে।

পরিবারগুলোর অসহনীয় ক্ষতি সম্পর্কে সতর্ক করে ইউএনআরডব্লিউএ এক্স-এ জানায়, ৬ মে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে, অন্যত্র আশ্রয়ের খোঁজে রাফা থেকে পালিয়ে প্রায় ৮০ হাজার মানুষের কেউ কোথাও নিরাপদ নয়। খবর এএফপি’র।