জামালপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি বিকেলে জামালপুর সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলা শাখা এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকিরের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, ভলিবল, দড়িলাফসহ বিভিন্ন খেলায় বালক ও বালিকা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ ছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা ছরোয়ার হোসেন শান্তসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান।