শপথ নিলেন ইউপি চেয়ারম্যান হেনা

আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা শপথ নিয়েছেন। ৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর তাকে শপথবাক্য পাঠ করান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবীর উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ডল, ঝাউগড়া ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা জাহান নিপা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শেফালী বেগম, জেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর হাসান সজীব, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৪ অক্টোবর মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমনোয়ারা বেগম হেনা। উপজেলা নির্বাচন কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন এবং চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুটি মনোনয়নপত্র বিক্রি হয়। শুধুমাত্র আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমনোয়ারা বেগম হেনা মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সহধর্মিনী।

উল্লেখ, গত ১৭ আগস্ট ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চৌধুরী ময়না মারা যাওয়ায় নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করেন।