জলসহিঞ্চু ধানের মাঠ দিবস ইসলামপুরে

আমন ধান কাটার উদ্বোধন করেন কৃষিবিদ আমিনুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জলসহিঞ্চু ও স্বল্পমেয়াদি আমন ধান বিনা ধান-১১ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে বিনা-১১ আমন ধান কাটারও শুভ উদ্বোধন করা হয়। বিনা’র জামালপুর উপ-কেন্দ্রের উদ্যোগে ৪ অক্টোবর দুপুরে উপজেলার কাছিমা গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম এ মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলসহিঞ্চু ও স্বল্পমেয়াদি বিনা-১১ আমন ধান কেটে এর শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।

মাঠ দিবসের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত বিনা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষক মোজাম্মেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামীম।