নকলায় বিজয় ফুল উৎসব

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর সকালে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত পরিবেশনের প্রতিযোগিতায় অংশ নেয়।

এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান। এ উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান।