দেওয়ানগঞ্জে ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

ফলদ বৃক্ষমেলায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদের চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর- ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরনবী অপু, মডেল থানার ওসি এ কে এম আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক খাইরুল ইসলাম, এ কে এম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ হারুন, সাবেক অধ্যক্ষ বাবু নারায়ন চন্দ্র শাহা ও অধ্যক্ষ শাহজাহান আকন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ, ৩০ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষমেলায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১৫টি বিভিন্ন ফলদ বৃক্ষ স্টল অংশগ্রহণ করে। পরে স্টলগুলো পরিদর্শন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।