শতভাগ ফিট নন মুস্তাফিজুর রহমান

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশের পেস আক্রমণের প্রধান ভরসা মুস্তাফিজুর রহমান। বারবার ইনজুরির কারণে দলকে সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছেন। যদিও উইন্ডিজ সফরে দারুণ পারফর্ম করেছেন তারপরেও পুরনো ফর্মের ধারেকাছে পাওয়া যায়নি তাকে। আর এক্ষেত্রে পুরোপুরি ফিটনেস ফিরে না পাওয়াকেই দায়ী করছেন তিনি।

বাংলাদেশে পেস ব্যাটারির প্রধান অস্ত্রই তিনি। আসছে এশিয়া কাপেও তার উপরেই ভরসা করবে বাংলাদেশ। এশিয়া কাপের জন্য কতোটা তৈরি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ? ফিজ জানালেন, আমি এখনো শতভাগ ফিট নই। বলতে পারেন ৬০ ভাগ তৈরি। তবে আশা করি, এশিয়া কাপের আগেই নিজেকে পুরোপুরি ছন্দে ফেরাতে পারবো। নিজেকে পুরোপুরি ফিরে ফেলেই বোলিং শুরু করবো। আর তখনই ভালো করতে পারবো। এই মুহূর্তে ভালো বোধ করছি তবে পুরোপুরি ছন্দ ফিরে পাইনি। আর এটা বলেই বলতে পারবো সবকিছুই ঠিকঠাক চলছে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেকের পর সারাবিশ্ব জুড়ে আলোড়ন তৈরি করা মুস্তাফিজ কতোটা পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নে কাটার মাস্টার বলেন, আগে আমাকে কেউ চিনতো না। এখন সবাই আমাকে চেনে। এর বাইরে কোনো পরিবর্তন নেই।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম