মেলান্দহে ট্রেনের দুই টিকেট কালোবাজারির কারাদণ্ড

সাজাপ্রাপ্ত ট্রেনের দু’জন টিকেট কালোবাজারি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের উদ্যোগে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে ২৮ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করে উভয়কে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এবং মেলান্দহ উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীনের উপস্থিতিতে ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে মেলান্দহ রেলস্টেশনে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. তোতা শেখ ও মৃত আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ ফজল নামে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করা হয়। তাদেরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।