জামালপুরে সিএনজি অটোরিকশা উধাও, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জেলায় অঘোষিত বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ৫ আগস্টও জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। জেলা পুলিশ ট্রাফিক সপ্তাহ শুরু করায় ৫ আগস্ট ভোর থেকে জামালপুরের প্রায় ৫ হাজার সিএনজি অটোরিকশাও উধাও হয়ে যায়। ফলে সড়কে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করছে। ফলে সিএনজি অটোরিকশার অধিকাংশেরই বৈধ কাগজপত্র না থাকায় তারা ৫ আগস্ট শহরে প্রবেশ করেনি। শহরের বাইসপাস মোড়, ভোকেশনাল মোড়, বসাকপাড়া মোড়, পাউবো গেট, পুরাতন বাসস্ট্যান্ডসহ সকল সিএনজিস্ট্যান্ড ছিল ফাঁকা। বাসের বিকল্প হিসেবে যাত্রীরা জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী এসব সিএনজি অটোরিকশায় যাতায়াত করতেন। বাস ধর্মঘটের সাথে সিএনজি অটোরিকশা উধাও হওয়ায় গত দু’দিনের চাইতে ৫ আগস্ট দূরপাল্লার এবং জেলার অভ্যন্তরীণ সড়কে যাত্রীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে।