জামালপুরে সাংবাদিক লাবলু আনসারের বাসায় দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের কাছারিপাড়া নিউ কলেজ রোডে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক লুৎফর রহমানের বাসায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার বারান্দার গ্রিল ভেঙে ঘরের ভেতর থেকে নগদ ১ লাখ ২৩ হাজার টাকা, চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার, বিভিন্ন দলিলপত্র ও একটি মোবাইল ফোন সেট চুরি করেছে।

সাংবাদিক লাবলু আনসার আমেরিকা প্রবাসী হওয়ায় তার বাসায় সপরিবারে বসবাস করেন তার কণিষ্ঠ সহোদর সাংবাদিক লুৎফর রহমান। তিনি রাতে পেশাগত কাজে বাসার বাইরে ছিলেন। তিনি জানান, ২১ জুলাই রাতে তার স্ত্রী রুবিনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দরজায় শব্দ শুনে ঘুম থেকে উঠে রুবিনা আক্তার তার কক্ষের দরজা খুলতেই দুর্বৃত্তরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন দুর্বৃত্তরা স্টিলের আলমিরা থেকে নগদ ১ লাখ ২৩ হাজার টাকা, চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার, বিভিন্ন দলিলপত্র ও একটি মোবাইল ফোন সেট চুরি করেছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, ‘২০১৬ সালে বাসার গ্রিল কেটে পরিবারের সবাইকে জিম্মি করে আমার মোটরসাইকেল চুরি করে দুর্বৃত্তরা। থানায় মামলা দায়ের করলেও পুলিশ আজ পর্যন্ত ওই মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। ২১ জুলাই রাতের চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম এ ঘটনা প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘সাংবাদিক লুৎফর রহমানের বাসায় চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চারদিকে লোক লাগিয়েছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *