জামালপুরের সরিষাবাড়ী সীমান্তবর্তী কাজীপুর উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন ‘যমুনা উপজেলা’ নামে একটি নতুন উপজেলা গঠনের দাবিতে ‘যমুনা উপজেলা’ বাস্তবায়ন পরিষদ ৩ নভেম্বর, সোমবার দুপুরে সরিষাবাড়ী-বামনজানি-কাজীপুর প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রমত্তা যমুনা নদীবেষ্টিত এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভাগ্যের পরিবর্তনের জন্য আন্দোলন করে আসলেও কোন সরকার তাদের দাবি মেনে নেয়নি।
মানববন্ধনে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বলেন, কাজীপুর উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ছয়টি ইউনিয়ন যমুনা নদীর পূর্বপাড়ে এবং বাকি ছয়টি পশ্চিমপাড়ে। তবে পূর্বপাড়ের ছয়টি ইউনিয়ন মূলত: বিচ্ছিন্ন। তাদের প্রধান যোগাযোগ মাধ্যম সরিষাবাড়ী উপজেলায় যাওয়ার জন্য যমুনা নদী পার হতে হয়। যা প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম মূলত: যমুনার পশ্চিমপাড়ে হওয়ায় এখানকার মানুষের জন্য সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, কৃষিপ্রধান এই অঞ্চলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করলেও এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অন্যান্য সেবায় চরম বৈষম্যের শিকার। এ অঞ্চলের জন্য প্রয়োজন একটি পৃথক প্রশাসনিক ইউনিট ‘যমুনা উপজেলা’। যা এখানকার মানুষের উন্নয়ন ও সেবার সুযোগ বাড়াবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল বাকি প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
																			
																		
										
																মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম								 













