ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত পাররামরামপুর ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারগঞ্জে বৃক্ষরোপণ, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা ইসলামপুরে অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা আখচাষীরা শেরপুরে শেষ হলো ক্যাথলিক খ্রিষ্টভক্তদের ফাতেমা রাণীর তীর্থোৎসব সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন নিয়ে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে শিশু, কিশোর ও যুবকদের জীবনের শুরুতেই লক্ষ্য এবং স্বপ্ন স্থির করে এগিয়ে যাওয়ার অদম্য আশাভরা শুভযাত্রা সফল করার উদ্দেশ্য সামনে রেখে ১১ আগস্ট, সোমবার জামালপুরের শহীদ সাফোয়ান সদ্য অডিটরিয়ামে ‘আমার জীবন, আমার স্বপ্ন’ উদযাপন এবং বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জামালপুর : ‘আমার জীবন, আমার স্বপ্ন’ আনুষ্ঠানিকভাবে বিতরণ ও প্রদর্শন করেন জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

প্রথম পর্বের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মনজুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জাকিরুল হোসাইন, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টাইন পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, শিশু ফোরামের সদস্য ইফতিয়াক, আফরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

জামালপুর : স্বপ্ন লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। ছবি : বাংলারচিঠিডটকম

প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কেটে শিশু, কিশোর ও যুবকদের মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী ‘আমার জীবন, আমার স্বপ্ন’ বইটি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। পরে বইটি পাঠ ও সঠিক নিয়মে স্বপ্ন লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও অভিনয় পরিবেশন করা হয়। মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানস্থলের দেয়ালে দেয়ালে লাগানো হয় শিশু সুরক্ষা বিষয়ক মনিষীদের বাণী, সাহিত্য বিষয়ক দেয়াল পত্রিকা ও নিজেদের আঁকা অসংখ্য ছবি।

গোছানো এবং সময়োপযোগী আয়োজনে সন্তোষ প্রকাশ করে জামালপুর এরিয়া প্রোগ্রামের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অতিথিরা। অনুষ্ঠান আয়োজন করে জামালপুর শিশু ও যুব ফোরাম। সহাযোগিতা করে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)।

জামালপুর : নৃত্য পরিবেশন করে আদিবাসী এক কিশোরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন নিয়ে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

জামালপুরে শিশু, কিশোর ও যুবকদের জীবনের শুরুতেই লক্ষ্য এবং স্বপ্ন স্থির করে এগিয়ে যাওয়ার অদম্য আশাভরা শুভযাত্রা সফল করার উদ্দেশ্য সামনে রেখে ১১ আগস্ট, সোমবার জামালপুরের শহীদ সাফোয়ান সদ্য অডিটরিয়ামে ‘আমার জীবন, আমার স্বপ্ন’ উদযাপন এবং বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জামালপুর : ‘আমার জীবন, আমার স্বপ্ন’ আনুষ্ঠানিকভাবে বিতরণ ও প্রদর্শন করেন জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

প্রথম পর্বের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মনজুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জাকিরুল হোসাইন, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টাইন পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, শিশু ফোরামের সদস্য ইফতিয়াক, আফরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

জামালপুর : স্বপ্ন লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। ছবি : বাংলারচিঠিডটকম

প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কেটে শিশু, কিশোর ও যুবকদের মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী ‘আমার জীবন, আমার স্বপ্ন’ বইটি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। পরে বইটি পাঠ ও সঠিক নিয়মে স্বপ্ন লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও অভিনয় পরিবেশন করা হয়। মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানস্থলের দেয়ালে দেয়ালে লাগানো হয় শিশু সুরক্ষা বিষয়ক মনিষীদের বাণী, সাহিত্য বিষয়ক দেয়াল পত্রিকা ও নিজেদের আঁকা অসংখ্য ছবি।

গোছানো এবং সময়োপযোগী আয়োজনে সন্তোষ প্রকাশ করে জামালপুর এরিয়া প্রোগ্রামের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অতিথিরা। অনুষ্ঠান আয়োজন করে জামালপুর শিশু ও যুব ফোরাম। সহাযোগিতা করে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)।

জামালপুর : নৃত্য পরিবেশন করে আদিবাসী এক কিশোরী। ছবি : বাংলারচিঠিডটকম