ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে খোকা মমতা ডেন্টাল সার্জারির উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দেওয়ানগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে মাদারগঞ্জে সাপের দংশনে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম

দেওয়ানগঞ্জ : বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, গত ১৭ বছর পুলিশকে জনগণের শত্রুতে পরিণত করা হয়েছিল। জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। পুলিশের কিছু পথভ্রষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভুলের কারণে এমনটি হয়েছিল। তারা একটি দল করত। কিন্তু দল আর পেশাকে আলাদা করতে পারেনি। যে কারণে বিগত ১৬০ বছরের ইতিহাসে, কিংবা স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে পুলিশ আগে কখনো এত বিপর্যয়ের মুখে পড়েনি। আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছি, আমাদের সহকর্মীদের আত্মবিশ্বাসের জায়গাকে সংস্কার করেছি।

তিনি ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের মাঝে আমাদের যে দূরত্ব ছিল সেটা কমিয়ে আনার জন্য এ ধরনের মিটিং করছি। আমরা মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। অপরাধীদের কোন বংশ নেই। তাদের কোন পরিচয় নেই। তাদের কোন বর্ণ নেই। তাদের কোন ধর্ম নেই।

পুলিশ সুপার বলেন, পুলিশ হওয়া এত সহজ নয়। পুলিশ হতে গেলে সাধনা করতে হয়। ত্যাগ স্বীকার করতে হয়। জনগণের সেবক হয়ে উঠতে হয়।

দেওয়ানগঞ্জ : বিট পুলিশং সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের সঞ্চালনায় বিট পুলিশিং মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জের অতিরিক্ত দায়িত্বে অভিজিত দাস, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্যামল চন্দ, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি কাজী আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছইম উদ্দিন, বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম হাসান, বিএনপি নেতা তারা হাজী, ছাত্র প্রতিনিধি জয়নুল আবেদিন প্রমুখ।

এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে

১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম

আপডেট সময় ০৯:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, গত ১৭ বছর পুলিশকে জনগণের শত্রুতে পরিণত করা হয়েছিল। জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। পুলিশের কিছু পথভ্রষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভুলের কারণে এমনটি হয়েছিল। তারা একটি দল করত। কিন্তু দল আর পেশাকে আলাদা করতে পারেনি। যে কারণে বিগত ১৬০ বছরের ইতিহাসে, কিংবা স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে পুলিশ আগে কখনো এত বিপর্যয়ের মুখে পড়েনি। আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছি, আমাদের সহকর্মীদের আত্মবিশ্বাসের জায়গাকে সংস্কার করেছি।

তিনি ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের মাঝে আমাদের যে দূরত্ব ছিল সেটা কমিয়ে আনার জন্য এ ধরনের মিটিং করছি। আমরা মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। অপরাধীদের কোন বংশ নেই। তাদের কোন পরিচয় নেই। তাদের কোন বর্ণ নেই। তাদের কোন ধর্ম নেই।

পুলিশ সুপার বলেন, পুলিশ হওয়া এত সহজ নয়। পুলিশ হতে গেলে সাধনা করতে হয়। ত্যাগ স্বীকার করতে হয়। জনগণের সেবক হয়ে উঠতে হয়।

দেওয়ানগঞ্জ : বিট পুলিশং সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের সঞ্চালনায় বিট পুলিশিং মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জের অতিরিক্ত দায়িত্বে অভিজিত দাস, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্যামল চন্দ, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি কাজী আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছইম উদ্দিন, বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম হাসান, বিএনপি নেতা তারা হাজী, ছাত্র প্রতিনিধি জয়নুল আবেদিন প্রমুখ।

এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।