নকলায় স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

হেলথ ক্যাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’ ২০১৮-২০১৯ অর্থ বছরের শেরপুরের নকলা পৌরসভার ৪০০ জন উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, চিকিৎসক নাজমুস সাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।