ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত পাররামরামপুর ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারগঞ্জে বৃক্ষরোপণ, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা ইসলামপুরে অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা আখচাষীরা শেরপুরে শেষ হলো ক্যাথলিক খ্রিষ্টভক্তদের ফাতেমা রাণীর তীর্থোৎসব সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

বিএনপির সদস্য সংগ্রহ শুরু করল জামালপুর শহর বিএনপি

জামালপুর : ফরম বিতরণের মধ্য দিয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি’র জামালপুর শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ১০ আগস্ট, রবিবার থেকে শুরু হয়েছে। এদিন জামালপুর জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করা হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

অনুষ্ঠানে মাত্র ২০ টাকা দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফরম সংগ্রহ করেন আব্দুল বারী। অনুষ্ঠানে ১০ জন সদস্য ফরম সংগ্রহ করেন। শহরের ১৪টি ওয়ার্ডে এক হাজার ৪০০ সদস্য ফরম বিতরণ করা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির সদস্য সংগ্রহ শুরু করল জামালপুর শহর বিএনপি

আপডেট সময় ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

বিএনপি’র জামালপুর শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ১০ আগস্ট, রবিবার থেকে শুরু হয়েছে। এদিন জামালপুর জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করা হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

অনুষ্ঠানে মাত্র ২০ টাকা দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফরম সংগ্রহ করেন আব্দুল বারী। অনুষ্ঠানে ১০ জন সদস্য ফরম সংগ্রহ করেন। শহরের ১৪টি ওয়ার্ডে এক হাজার ৪০০ সদস্য ফরম বিতরণ করা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।